বাঁচল করোনার ভ্যাকসিন, সেরামের আগুন কেড়ে নিল অন্তত ৫ শ্রমিকের প্রাণ!

এইসময় (ভারত) সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১৯:১৪

পুনের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন লাগল বৃহস্পতিবার। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও প্রাণ খোয়ালেন পাঁচ নির্মাণকর্মী। তবে, কোভিশিল্ড ভ্যাকসিনের কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন সেরামের সিইও আদর পুনাওয়ালা। তিনি জানান, সংস্থার প্রশাসনিক ভবন-সহ যেখানে আগুন লেগেছে, সেখান থেকে অনেকটা দূরে কোভিশিল্ড ভ্যাকসিন মজুত রাখা হয়। তাই ভ্যাকসিনের ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু পাঁচজনের মৃত্যুও কম শোকের নয়। শোকপ্রকাশ করেন পুনাওয়ালাও।

পরপর ট্যুইটে তিনি লেখেন, 'সরকার ও দেশবাসীকে আশ্বস্ত করে জানাচ্ছি, ভ্যাকসিনের কোনও ক্ষতি হয়নি। সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে ভ্যাকসিন কোভিশিল্ড।' অপর ট্যুইটে তিনি লেখেন, 'খবর পেয়েছি, এই আগুনে পাঁচ জনের প্রাণ গিয়েছে। আমরা অত্যন্ত শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও