আনুষ্ঠানিক উদ্বোধন হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মুম্বাইতে মহরতের মাধ্যমে দৃশ্যধারণের যাত্রা শুরু করলো ছবিটি।
এ সময় মহরতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্যাম বেনেগালসহ শিল্পী-কুশলীরা। ছিলেন শুটিং ইউনিটের বাইরে মুম্বাইতে বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মহম্মদ লুৎফর রহমানও।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বাইয়ে গেছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বাইয়ে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট ঢাকায় এসে শুটিং করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.