মুম্বাইয়ে হলো ‘বঙ্গবন্ধু’ সিনেমার মহরত
আনুষ্ঠানিক উদ্বোধন হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মুম্বাইতে মহরতের মাধ্যমে দৃশ্যধারণের যাত্রা শুরু করলো ছবিটি।
এ সময় মহরতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্যাম বেনেগালসহ শিল্পী-কুশলীরা। ছিলেন শুটিং ইউনিটের বাইরে মুম্বাইতে বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মহম্মদ লুৎফর রহমানও।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বাইয়ে গেছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বাইয়ে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট ঢাকায় এসে শুটিং করবে।