পূর্বাচল প্রকল্পে কূটনীতিক জোন হচ্ছে
পূর্বাচল প্রকল্পে একটি কূটনীতিক জোন হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, রাজধানী শহরে নানামুখী উন্নয়ন কার্যক্রম চলমান, যে কারণে ঢাকা শহর চারদিকে দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। এদিকে দূতাবাস স্থাপনের জন্য নতুন নতুন চাহিদার বিপরীতে ঢাকার গুলশান ও বারিধারা কূটনৈতিক জোনে পর্যাপ্ত জমির সংকুলান করা অতি দুরূহ। এমতাবস্থায় পূর্বাচলে দূতাবাস স্থাপনের জন্য নির্ধারিত কূটনৈতিক জোন গড়ে তোলা প্রয়োজন হতে পারে।