বাতাস ঢুকিয়ে জ্বালানি তেলে কারচুপি, জরিমানা গুনল দুই ফিলিং স্টেশন
ফিলিং পাইপ দিয়ে ট্যাংকে বাতাস ঢুকিয়ে পরিমাপে কারচুপির অভিযোগে জরিমানা গুনতে হলো দুই ফিলিং স্টেশনকে। বুধবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলিতে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশন দুটিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কর্ণফুলীর ইউএনও শাহিনা সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি তেল পরিমাপে কারচুপি করায় আমিন উল্লাহ ট্রেডিং করপোরেশন ফিলিং স্টেশনকে ১০ হাজার ও কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডকে ২০ হাজার টাকাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা রাজীব দাশগুপ্ত ও প্রকৌশলী মো. জিল্লুর রহমান।