You have reached your daily news limit

Please log in to continue


আত্মবিশ্বাসী নন জেসিকা অ্যালবা

জেসিকা অ্যালবা হলিউডের সফল অভিনেত্রীদের একজন। ১৩ বছর বয়স থেকে তাঁর পথচলা শুরু। সফল হলিউড তারকার পাশাপাশি তিনি সফল ব্যবসায়ীও। ২০১৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে ৩ হাজার কোটি টাকা। আর এই চার বছরে সেই অর্থের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা হয়তো জেসিকার হিসাবরক্ষকই বলতে পারবেন। অথচ এত অর্জন যাঁর, তিনি নাকি এগুলোর কোনো কিছুরই যোগ্য নন। এটা নাকি একটা রোগ, যে রোগে দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন। ‘দ্য অনেস্ট কোম্পানি’র এই ৩৯ বছর বয়সী এই উদ্যোক্তা নিজেই এসব জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন