পশ্চিমবঙ্গে ভোট-প্রচারে গেরুয়া শিবিরের হাওয়া তুলতে ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে রথযাত্রার সূচনা করবেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনেই ওই রথযাত্রার পরিকল্পনা চূড়ান্ত করতে বুধবার দিল্লিতে দলের পাঁচ কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, ১০ ও ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণবঙ্গে রথযাত্রায় অংশ নেবেন তিনি।
রামমন্দির গড়ার ডাক দিয়ে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রায় সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তার রাজনৈতিক সুফল দু’হাতে ঘরে তুলেছে বিজেপি। পরেও একাধিক বার এই কৌশল প্রয়োগে সাফল্য এসেছে। এ বার নবান্ন দখলের লক্ষ্যেও সেই রথযাত্রার কৌশল আঁকড়ে ধরতে চাইছে তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.