যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবনের নাম হোয়াইট হাউজ। এই বিখ্যাত বাড়িটির তিনটি অংশ। মাঝখানের মূল ভবনটিতে বসবাস করেন মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার। এই অংশের দুই পাশে রয়েছে আরও দুটি অংশ; যার একটি ইস্ট উইং ও অন্যটি ওয়েস্ট উইং। সারা বাড়িতে ৬টি ফ্লোর, ১৩২টি কক্ষ, ৩৫টি বাথরুম ছাড়াও রয়েছে ৪১২টি দরজা, ১৪৭টি জানালা, ২৮টি ফায়ারপ্লেস, ৮টি সিঁড়ি ও ৩টি লিফট।
গুরুত্বপূর্ণ কক্ষগুলোর বেশিরভাগই ওয়েস্ট উইংয়ে অবস্থিত। এগুলোর মধ্যে ওভাল অফিস, সিচুয়েশন রুম, রুজভেল্ট রুম উল্লেখযোগ্য। প্রেসিডেন্টের প্রধান কার্যালয় হলো ওভাল অফিস। এখান থেকেই সরকারি নানা দাপ্তরিক কাজ করেন প্রেসিডেন্ট। এই অফিসের ঠিক সামনেই রয়েছে হোয়াইট হাউজ গার্ডেন। হোয়াইট হাউজের নানা অনুষ্ঠান এই বাগানের ভেতরে অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর কাজটিও করা হয় এখানে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.