কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে
কুড়িগ্রামে গত দুই সপ্তাহ যাবত প্রচন্ড শীত ও ঘন কুয়াশা চলছে। আর গত চারদিন ধরে শীতের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এ জেলার মানুষের প্রচন্ড শীত কষ্ট দেখা দিয়েছে। প্রতিদিন অতিরিক্ত ঠান্ডার কারনে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
জেলার আড়াইশত শয্যার জেনারেল হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সসমূহেও শীতজনিত রোগী প্রতিদিন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।