![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/01/20/og/194632_bangladesh_pratidin_Barisal-Fake-Taka-Arrest-Photo-20_01.png)
বরিশালে জাল নোটসহ নারী আটক
বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হযরত শাহ্ জালাল সড়কের একতা লেনের একটি বাসা থেকে এক লাখ ৫০ হাজার ৫শ’ টাকার জাল নোট সহ এক নারীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে ওই এলাকার আইয়ুব আলী খানের ভাড়াটিয়ার বাসা থেকে আটক করা হয় তাকে। আটক নারীর নাম শারমিন জাহান মনি (৩০)। তিনি ওই এলাকার ভাড়াটিয়া মো. নান্নু মিয়ার স্ত্রী।