![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhiru-20210120185546.jpg)
হামাগুড়ি দিয়ে স্বপ্নের দ্বারে হিরু
দুইপা তার থেকেও নেই। তবে তার আছে দুটি ছেলে, আছে স্ত্রী। তবে নেই বসবাসের উপযোগী কোনো ঘর। তবে এবার এই অসহায়, প্রতিবন্ধী হিরু মোল্লা (৪৫) পাচ্ছেন একটি পাকা বাড়ি।
পাবনার সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর এলাকার হিরু মোল্লা এখন অনেক আনন্দিত। পাবনার সাঁথিয়ার উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ তার দুঃখ দেখে সরকারিভাবে ব্যবস্থা করে দিয়েছেন বলে হিরু জানান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বপ্ন বাস্তবায়ন
- হামাগুড়ি