আইপিএলে হলুদ জার্সিতেই রায়না, বাদ পড়লেন চেন্নাইয়ের ৩ তারকা
                        
                            আনন্দবাজার (ভারত)
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৬
                        
                    
                আইপিএল ২০২০-তে না খেলে সুরেশ রায়না ফিরে আসার পর এই বছর তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়েই সন্দেহ ছিল ক্রিকেট মহলে। নিলামের আগে যদিও তাঁকে দলে রাখআ হচ্ছে বলেই জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস। দলের তরফে জানানো হয়েছে, শেষ ১০ বছরে রায়না তাদের সেরা ব্যাটসম্যান।