ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে এবার কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, যানজট নিরসনে আমরা দীর্ঘ সময় ধরেই কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দফতর ও স্টেকহোল্ডারগণের সাথে একাধিকবার মিটিং করেছি এবং নানা উদ্যোগ গ্রহণ করেছি। সিটির নাগরিকদের জীবন সহজীকরণে এবং যানজট নিরসনে এখন কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে মসিকের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সিটি এলাকার যানজট নিরসনকল্পে বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ এবং অটোরিকশা ও রিকশা মালিক ও চালক সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.