যে কারণে কুস্তিগীর শিশুর ওজন ৮৫ কেজি!
মাত্র ১০ বছর বয়সেই কুস্তিগীর হতে শরীরের ওজন করতে হয়েছে ৮৫ কেজি। এতোটা ওজন নিয়ে দৈনিক কঠিন নিয়ম-নীতির মধ্য দিয়ে যেতে হয় জাপানি শিশু কিউটার। তার স্বপ্ন সুমো কুস্তিতে ইউকোজুনা হওয়া। অর্থাৎ সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে পৌঁছানো। এরই মধ্যে সুমো অনূর্ধ্ব দশে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
সমবয়সীদের চেয়েও দ্বিগুণ স্বাস্থ্যের অধিকারী কিউটা। তার শক্তির সঙ্গে পেরে ওঠে না কেউ। গত বছর অনূর্ধ্ব দশের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রিটেন এবং ইউক্রেনের প্রতিযোগীদেরও হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কিউটা। কিন্ডার গার্টেনে পড়ার সময় তার বাবার আগ্রহে সুমো টুর্নামেন্টে অংশ নেয় কিউটা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শিশু
- ওজন বৃদ্ধি
- কুস্তিগির