কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চোখের তলায় কালি! ঘরোয়া এই উপায়েই মিলবে সমাধান

এইসময় (ভারত) প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ১৪:২৮

এই সময় জীবনযাপন ডেস্ক: 'আমি তোমার চোখের কালো চাই', গানের কথা যতই জনপ্রিয় হোক না কেন, চোখের তলার কালো ছোপ কিন্তু কেউ মোটেই চান না। সুন্দর কালো টানা চোখ কার না পছন্দের! কিন্তু চোখের তলার ওই কালো প্য়াচ কেউই পছন্দ করেন না। কিন্তু জীবনযাপন বড় বালাই। আর তাই রাতের পর রাত জেগে কাজ, ক্লান্তি এই সব মিলিয়েই তৈরি হয় ডার্ক সার্কেল। এছাড়াও এখন মানুষের জীবনে দু দণ্ড শান্তি নেই। একটা ঝামেলা সামলাতে সামলাতে ঘাড়ের উপর এসে নিঃশ্বাস ফেলে অন্য সমস্যা। তবে শুধু এটাই যে একমাত্র কারণ তা নয়,জিনগত সমস্যা থেকেও তৈরি হয় ডার্ক সার্কল। চোখ বেশি চুলকোলে, সানস্ক্রিন ছাড়াই রোদে বেরোলে চোখের নীচে কালি পড়তে বাধ্য। আসলে আমাদের চোখের নীচের ত্বক অনেক বেশি স্পর্শকাতর। চোখের নীচে নিচে অনেক ছোট ছোট রক্তনালী বয়ে গেছে যারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং চোখের নীচের ত্বক কালো হতে শুরু করে। চোখের নীচের অংশে ফ্লুইড জমা হতে থাকার কারণে চোখের নিচের অংশ ফুলে যেতে থাকে এবং চোখের নীচে কালি পড়ে। আর তাই চোখের আরাম খুব জরুরি। বাজার চলতি আন্ডার আই জেল না কিনে ভরসা রাখুন এই পরামর্শে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও