![](https://media.priyo.com/img/500x/https://static.dw.com/image/56276898_6.jpg)
রাজপরিবারের বিরুদ্ধে কথা বলে ৪৩ বছরের জেল
রাজ পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সে কারণে ৪৩ বছর কারাবাসের রায় শুনতে হলো এক থাই নারীকে। এক সময় দেশের প্রশাসনিক দায়িত্ব সামলেছেন তিনি। অভিযোগ, পডকাস্টে রাজ পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ৬৩ বছরের ওই নারীর নাম আনচন।
দীর্ঘ সময় থাইল্যান্ডে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৪ থেকে '১৫ সালের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে বেশ কিছু পডকাস্ট আপলোড করেছিলেন তিনি। একটি গ্রুপের তরফে ওই কাজ তিনি করেছিলেন। সেখানে থাইল্যান্ডের রাজপরিবারের আর্থিক বিষয় নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিযোগ
- কারাদণ্ড
- রাজপরিবার