You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির সামনে দুই লক্ষ্য, ঘর গোছানো ও মাঠে থাকা

২০২১ সালের জন্য দুটি লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। এই সময়ে দলটি সারা দেশের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শেষ করতে কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী সভা-সেমিনা​রসহ বিভিন্ন বিষয়ে নানা কর্মসূচিতে মাঠে থাকার পরিকল্পনা করছে। একই সঙ্গে সরকার বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য ও সরকারবিরোধী আন্দোলনে নামতে চায় দলটি। বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে দলীয় এবং জাতীয় রাজনীতিতে অনেক কিছুই ঘটতে পারে। তাই বেশ কিছুদিন থেকেই দল গোছানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। তাই চলতি বছরের মধ্যে মূল দল এবং কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের কমিটি গঠনের কাজ শেষ করতে চায় দলটি। পাশাপাশি নীতিনির্ধারকদের দৃষ্টি দলীয় ঐক্যের দিকে। তাই বিভিন্ন সময়ে নানা কারণে ক্ষুব্ধ ও মনঃক্ষুণ্ন হয়ে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে আছেন, এমন জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করেছেন শীর্ষ নেতৃত্ব। তারই অংশ হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের যোগাযোগ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন