ধীরে ধীরে সাগর গিলে খাচ্ছে বসতভিটা
গত ২০ বছরে প্রায় দেড় কিলোমিটার আয়তন হারিয়েছে সেন্ট মার্টিন। নদীভাঙনের মতো জানান দিয়ে নয়, ধীরে ধীরে সাগর গিলে খাচ্ছে বহু বসতভিটা। দ্বীপ রক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে দিচ্ছে না। তাই বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
৭০ পেরিয়েছেন আব্দুর রহমান। তিন পুরুষের জন্ম এখানেই, এখানেই বাস। কর্মহীন এই বয়সে সাগর জলে স্মৃতি হাতরানো। উত্তাল খুঁজে ফেরা ফেলে আসা জীবনের গল্প। বৃদ্ধ আব্দুর রহমান বলছেন,