কমলনগরে ইট ও মাটি পরিবহনে ক্ষত বিক্ষত সড়ক!
লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ পাকা, আধা পাকা, কাঁচা সড়কে ইট, মাটি,বালি,কাঠ-গাছ পরিবহনকারী অবৈধ ট্রাক্টরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার রোগী,শিশু,বয়োবৃদ্ধ শিক্ষার্থীসহ সর্বসাধারণ । উপজেলার আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কগুলোতে অবাধে ধাবিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ যন্ত্রদানব ট্রাক্টর টলি। চাষাবাদের জন্য আমদানিকৃত ট্রাক্টর এখন অবৈধ ট্রাক বা পরিবহন হয়ে গ্রামীণ জনপদ গুলো দিনদিন চলাচলের অনুপযোগী করে তুলেছে।
প্রতিনিয়ত নতুন সড়ক নির্মাণ ও সংস্কার করা হলে ও এ যন্ত্রদানবের ভয়াল ছোবলে সড়কগুলো যেন ক্ষত বিক্ষত হয়ে পড়েছে।বিবর্ণ লক্কর ঝক্করে রূপ নিচ্ছে সকল ধরনের সড়ক।বিরামহীন চলাচলে শব্দ দূষণেও আশপাশের গ্রামের মানুষ,রাস্তায় চলাচলকারী জনসাধারণ ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।এদিকে ট্রাক্টরের থাবায় আশেপাশের সবকটি সড়ক ভেঙ্গেচুরে বেহাল দশায় পরিণত হচ্ছে।