পরিবারের নারীদের সঙ্গে হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহার
প্রথম আলো
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ০৮:০০
মানবজাতির জন্য রহমতস্বরূপ মুহাম্মদ (সা.)-এর জীবনাচরণ অনুসরণ করা সুন্নত। তাই তাঁর প্রতিটি আচরণই গুরুত্বপূর্ণ। ইসলামে নারীর মর্যাদা সুউচ্চ, তবু এ ভুল ধারণাই বদ্ধমূল যে ইসলামে নারীরা সব দিক থেকে বঞ্চিত বা অসম্মানিত। নারীর প্রকৃত সম্মান বোঝার জন্য রাসুল (সা.) নারীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, সেটা জানা খুবই জরুরি।
মা, স্ত্রী বা কন্যা যেকোনোরূপেই নারী সম্মানিত। রাসুল (সা.) মা আমিনাকে হারিয়েছেন শৈশবে। দুধমা হালিমাকে তিনি আজীবন মায়ের মতোই সম্মান করেছেন। নিজের চাদর খুলে তাঁকে বসতে দিতেন। সাধ্যমতো সাহায্য করেছেন এবং উপঢৌকন পাঠিয়েছেন সন্তানের মতোই।
- ট্যাগ:
- ইসলাম
- পরিবার
- আচরণ
- মহানবি (সা)