
আত্মসাতের টাকায় বাড়ি, তিন ফ্ল্যাট
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ১১:৩৯
সরকারি-বেসরকারি যৌথ মালিকানার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল লিমিডেটের ৮১ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন কোম্পানিটির বেসরকারি পরিচালক মঈন উদ্দিন আহমেদ। এই আত্মসাতের প্রক্রিয়ায় তাঁকে সহায়তা করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ। তিনি নিজে হাতিয়েছেন ২ কোটি ৭০ লাখ টাকা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে এই অর্থ লোপাটের প্রমাণ পেয়েছে। সংস্থাটি সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে তদন্ত শুরু করে। দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান ও সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী চলতি মাসে তাঁদের প্রতিবেদন কমিশনে জমা দেন। এতে মঈন উদ্দিন আহমেদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ শাহেদ গত ১৮ আগস্ট মারা গেছেন। তাই তাঁর ক্ষেত্রে মামলার সুযোগ নেই বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ৩ মাস আগে