কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সহজে পাওয়া টাকা কোথায় যাচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ১২:০৭

করোনাভাইরাসের কারণে টাকা সস্তা হয়ে গেছে, পাওয়াও যাচ্ছে সহজে। কম সুদে ব্যাংক ঋণ দিচ্ছে, ঋণের কিস্তি ফেরত দিতে হচ্ছে না, নতুন করে খেলাপির খাতায় নামও উঠছে না। প্রশ্ন হচ্ছে, এই টাকা তাহলে কোথায় কোথায় যাচ্ছে।

গত ছয় মাসে কালোটাকা সাদা করার ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। নতুন নতুন টাকা ঢুকছে শেয়ারবাজারে, অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। বেড়েছে জমি ও ফ্ল্যাট নিবন্ধন।

অন্যদিকে কোভিডের কারণে বিদেশের সঙ্গে সংযোগ কমে গেছে। মনে করা হচ্ছে, টাকা পাচার ও চোরাচালানও খানিকটা কমেছে। বরং দেশের মধ্যে অর্থের নানা অপব্যবহার বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সতর্ক করে দিয়ে বলছে, কোভিডের কারণে বিভিন্ন দেশ অর্থসংক্রান্ত নিয়ন্ত্রণ শিথিল করে দিয়েছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নজরদারিও কমে গেছে। সুতরাং নজরদারি বাড়ানো প্রয়োজন। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এসব অর্থের গন্তব্য কোথায় হবে, সেটাই বড় প্রশ্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও