চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৪০টি সাধারণ ওয়ার্ডে ১৭১ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যেই ৫৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের মধ্যে ছয়জন হলেন খুনের মামলার আসামি। বাকিরা অস্ত্র, চাঁদাবাজি, হত্যার চেষ্টা, মারামারি ও পাহাড় কাটা মামলার আসামি। ১০ জনের বিরুদ্ধে রয়েছে চেক প্রতারণার মামলা।
নির্বাচন কমিশনে দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এবং পুলিশ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। খুনের মামলার আসামিদের মধ্যে পাঁচজন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ও একজন বিএনপির।
২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে। ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে একটিতে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.