![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F99a390a6-a16b-48a1-9b16-bcc768488b95%252FIMG_20210118_WA0004.jpg%3Frect%3D0%252C0%252C529%252C278%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সহোদর দুই প্রতারক গ্রেপ্তার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক পরিচয় দিয়ে দুই সহোদর বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এ ছাড়া তাঁরা ফৌজদারি মামলা থেকে আসামিদের অব্যাহতি দিতে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের ফোন করে আসছিলেন। এসব অভিযোগে আজ সোমবার ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর খিলক্ষেতের রাজউক ট্রেড সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- প্রতারক
- সহোদর
- বাংলাদেশ পুলিশ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে