সিদ্ধান্ত এখন দিল্লি পুলিশের হাতে

প্রথম আলো সুপ্রিম কোর্ট, নয়া দিল্লি প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ২২:২৭

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে পুলিশকেই। সুপ্রিম কোর্টের ওপর সেই দায়িত্ব চাপানো যাবে না। সোমবার এ কথা জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে।

কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির বিভিন্ন সীমান্তে হাজার হাজার কৃষক পৌনে দুই মাস ধরে অবস্থান করছেন। তাঁদের এ অবস্থান পুরোপুরি শান্তিপূর্ণ। সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের ৯ দফা বৈঠক হয়েছে। কিন্তু অচলাবস্থা কাটেনি। সরকারের ওপর চাপ বাড়াতে ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকেরা দিল্লিতে ট্রাক্টর মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা জানিয়েছেন, রাজপথে প্রজাতন্ত্র দিবসের বার্ষিক প্যারেড বানচাল করার কোনো উদ্দেশ্য তাঁদের নেই। কৃষক নেতারা বলেছেন, তাঁদের মিছিল হবে দিল্লিকে ঘিরে থাকা আউটার রিং রোডে। প্রতিটি ট্রাক্টরে উড়বে জাতীয় পতাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও