![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F2a651d02-82ca-4981-9f01-fbdf1aa12860%252FMoklesur_Rahman.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
খালের পানিতে কান ধরে সাতবার ডুব দিয়ে তওবা করলেন জীবনে ভোটে অংশ নেবেন না
গেল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন। পৌরসভাটির ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকলেছুর রহমান। নির্বাচনে পরাজিত হলে স্থানীয় একটি খালে ডুব দিয়ে এই প্রার্থী প্রতিজ্ঞা করেন, জীবনে আর কখনো ভোটে দাঁড়াবেন না। কান ধরে তাঁর পানিতে ওঠবস করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
- ট্যাগ:
- রাজনীতি
- তওবা
- পরাজয়
- কাউন্সিলর প্রার্থী