সরিষাবাড়ীতে নসিমন খাদে পড়ে চালক নিহত

বাংলা ট্রিবিউন সরিষাবাড়ী প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৫৯

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোমেশিন চালিত যান নসিমন খাদে পড়ে চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. আনিস মিয়া (৪০)। তিনি মহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।

এলাকাবাসী জানান, নিহত আনিস প্রতিদিনের মতো সকালে মালামাল পরিবহনের উদ্দেশ্যে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হন। ফয়েজের মোড় এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও