‘৩০ বছরেও কেউ কথা রাখেনি’
পৌরসভা হিসেবে নওগাঁ স্বীকৃতি পায় ১৯৬৩ সালে। ১৯৮৯ সালে গিয়ে আরও কিছু এলাকাকে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। বর্ধিত এই অংশে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। তাঁদের একজন ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আবদুল জব্বার।
৩০ বছরের বেশি সময় ধরে পৌর এলাকার অন্তর্ভুক্ত হয়ে সুবিধা কেমন পাচ্ছেন—জানতে চাইলে জব্বার বলছিলেন, ‘খালি খাজনাটা বেশি দিতে হয়। পৌরসভায় ঢুকার (অন্তর্ভুক্ত) পরেও হামরা (আমরা) বাড়তি সুবিধা পাইনি। ৩০ বছরেও কোনো মেয়র, কাউন্সিলর তাদের দেওয়া কথা রাখেনি।’