![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F04%252F20%252Fc6e133fb20a8ae64316366a94fb6fe74-5e9dd3ee5f146.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কাদা-ছোড়াছুড়ি রুখতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক পেজ বন্ধ
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৮:০০
নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি বন্ধ করতে নির্বাচনের ৪০ দিন আগে বন্ধ করা হলো ডিরেক্টরস গিল্ডের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ। গতকাল তফসিল ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই গ্রুপে বিভিন্ন সময় নির্মাতাদের পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মনোমালিন্য হতো। আগামী ২৬ ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।