রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
চোট জর্জর খর্ব শক্তির দল নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানে-সমান লড়ছে ভারত। উজ্জ্বল করেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার সম্ভাবনা। অস্ট্রেলিয়ার সামনেও সুযোগ ট্রফি পুনরুদ্ধারের। ব্যাট-বলের তুমুল লড়াইয়ে রোমাঞ্চকর শেষের অপেক্ষায় দুই দলের লড়াই।
ব্রিজবেন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩২৪ রান চাই ভারতের, অস্ট্রেলিয়ার ১০ উইকেট। চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। চতুর্থ ও শেষ টেস্টের ফলই ঠিক করে দিবে ট্রফির ভাগ্য।
৩২৮ রান তাড়ায় বৃষ্টির বাগড়ায় ভারত ব্যাট করতে পারে কেবল ১.৫ ওভার। কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে ৪ রান। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে একটি বাউন্ডারি। শূন্য রানে ব্যাট করছেন শুবমান গিল।