‘বল সেদিন আমার কথা শুনছিল’
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১২:৩২
জিম্বাবুয়ের অধিনায়ক টাটেন্ডা টাইবুর নিঃসঙ্গ লড়াই থেমেছিল ১৫৩ রানে। ঢাকা টেস্টে বাংলাদেশের জয়ের স্বপ্নটা ফিকে হয়ে যায় তাঁর ওই এক ইনিংসেই। কিন্তু ড্রয়ের সুযোগ তখনো ছিল। আর ঢাকা টেস্টে ড্র মানেই প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ দল। চট্টগ্রামে প্রথম টেস্টটা যে জিতেছিল বাংলাদেশই!
২০০৫ সালের আজকের এই দিনেই ড্রয়ের জন্য মাটি কামড়ে ব্যাটিং করেছিলেন নাফিস ইকবাল, জাভেদ ওমর, রাজিন সালেহরা। বাংলাদেশ সেদিন হারেনি। ড্র করে প্রথমবারের মতো পায় টেস্ট সিরিজ জয়ের স্বাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ঐতিহাসিক টেস্ট সিরিজের মূল নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট, ঢাকায় প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন আরও ৫ উইকেট। বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের ম্যাচে তিনিই হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ।