চুয়াডাঙ্গায় তিন ফসলের আবাদে বদলে গেছে দোয়াল্লিন মোল্লার ভাগ্য
২০০৩ সাল। পরিবারের ওপর অভিমান করে বাড়ি ছেড়েছেন কৃষক দোয়াল্লিন মোল্লা। এরপর থেকে চাষাবাদ শুরু করেন পৈত্রিক সূত্রে পাওয়া নিজের দেড় বিঘা জমিতে। আধুনিক প্রযুক্তির সাহায্যে একই জমিতে শুরু করেন তিন ফসলের আবাদ।
আর এতেই ভাগ্য বদলে যায় কৃষক দোয়াল্লিন মোল্লার। জমিতে আগাছা দমন ও আদ্রতা ধরে রাখতে তিনি ব্যবহার করেন মালচিং পেপার। কলার মোচাতে ব্যবহার করেন ব্যাগিং প্রযুক্তি। পোকা দমনে জন্য রয়েছে ফেরোমন ফাঁদ। প্রশিক্ষিত ও আধুনিক কৃষক হিসেবে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি।