স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ স্ত্রীর
রাজধানীতে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। ওই নারীর দাবি, স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ চলছিল। সেই ঝগড়া মেটানোর কথা বলে গত ১২ জানুয়ারি খিলগাঁও এলাকায় এক বন্ধুর বাসায় ডেকে নিয়ে যান তাঁর স্বামী। এরপর স্বামীসহ ছয়জন তাঁকে ধর্ষণ করেন।
এরই মধ্যে গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে খিলগাঁও থানায় ওই ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ওই নারী। খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইমামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে এসআই ইমামুল ইসলাম জানান, ‘২৫ বছর বয়সী এক নারী তাঁর স্বামী আয়ুব আলী ও স্বামীর পাঁচ বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এই অভিযোগে তিনি মামলা করেছেন। ঘটনাটি ১২ জানুয়ারি ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যান তাঁর স্বজনেরা। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.