কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজ ফের রাজ্যে প্রতিষেধক দান

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৫:০৭

প্রথম দিনে কিছুটা জড়তা নিয়ে শুরু করলেও আজ, সোমবার কোভিশিল্ড প্রদান প্রক্রিয়া মসৃণ ভাবেই সম্পন্ন করতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর। সে কারণে আজই রাজ্যে প্রতিষেধক কেন্দ্রের সংখ্যা ২০৭টির থেকে বাড়াতে নারাজ দফতর।

স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘কেন্দ্রের সংখ্যা বাড়ানো নয়, প্রতিটি প্রতিষেধক কেন্দ্রেই ১০০ শতাংশ গ্রাহকই যাতে প্রতিষেধক নেন, তাতেই জোর দেওয়া হচ্ছে।’’ শনিবার প্রথম দিনে ১৫ হাজার ৭০৭ জন (৭৫.৯ শতাংশ) জন প্রতিষেধক নিয়েছিলেন। কলকাতার মেডিক্যাল কলেজ, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও নগর (আরবান) প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে মোট ২০টি কেন্দ্রে ৯২ শতাংশ গ্রাহক প্রতিষেধক নিয়েছিলেন। সেখানে আজ প্রতিটি জায়গাতেই ১০০ জন গ্রাহকের সকলেই যাতে ভ্যাকসিন পান, তাতেই জোর দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২০৭টি কেন্দ্রে চলবে প্রতিষেধক প্রদান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও