নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মসজিদে হারাম
স্বাস্থ্যবিধি মেনে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে মক্কার মসজিদে হারাম। এখন থেকে আর ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নামাজের অনুমতি নিতে হবে না। তবে জুমার নামাজ আর উমরার জন্য আগের নিয়ম বহাল থাকবে।
শনিবার (১৬ জানুয়ারি) থেকে নতুন নিয়মে নামাজের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। সবার জন্য নামাজের অনুমতি থাকলেও আপাতত মাতাফে শুধুমাত্র উমরাকারীরা যাওয়ার অনুমতি পবেন।