কনকনে শীতে ‘কে-টু’ জয়, পর্বতারোহণে নতুন ইতিহাস সৃষ্টি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ১৯:১১
শীতকালে অভিযান শুরুর সময়ে যা প্রায় অসম্ভব বলেই মনে করেছিলেন অনেকে। তবে শনিবার বিশ্বের দ্বিতীয় উচ্চতম ‘কে-টু’ (৮৬১১ মিটার) শৃঙ্গ ছুঁয়ে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন ১০ জন নেপালি শেরপার একটি দল। সেই সঙ্গে পর্বতারোহণে নতুন ইতিহাস সৃষ্টি করলেন তারা। আট হাজারের বেশি উচ্চতার বিশ্বের ১৪টি শৃঙ্গের মধ্যে ‘কে-টু’ শৃঙ্গই এত দিন অধরা ছিল।
এভারেস্টের পর সর্বোচ্চ শৃঙ্গ ও সবচেয়ে ঝুকিপূর্ণ পর্বত ‘মাউন্ট কে-টু’। আর এই শৃঙ্গ ঘিরে মানুষের কৌতুহলের জেরে প্রাণ হারিয়েছেন অনেকেই। এই শৃঙ্গে অভিযান চালাতে গিয়ে পর্বতারোহীদের মৃত্যুহার অনেক বেশি। সেই সঙ্গে শীতকালীন আবহাওয়া এ শৃঙ্গকে আরো দুর্গম এবং অভেদ্য করে রেখেছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পর্বত
- শীতের তীব্রতা