গোপালগঞ্জের মধুমতি নদীতে বালুবাহী ট্রলারডুবিতে দুজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা গ্রামে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে খুলনা ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ দুজন হলেন- ভোলা জেলার চরফ্যশন উপজেলার আব্দুল্লাপুর গ্রামের আব্দুর গনি চৌকিদারের ছেলে রিপন চৌকিদার (২৩) ও একই গ্রামের শাহজাহান পাটোয়ারির ছেলে বেলাল পাটোয়ারি (৩০)।