স্থলবন্দরের কাস্টমস স্টেশনে ৯টি কেমিক্যাল টেস্টিং ইউনিট হচ্ছে
আমদানি করা ফলে রাসায়নিকের উপস্থিতি পরীক্ষার জন্য ৯টি স্থলবন্দরে কাস্টমস স্টেশনের অবকাঠামোগত উন্নয়নে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। স্টেশনগুলো হলো, ভোমরা, বুড়িমারি, হিলি, বাংলাবন্ধা, সোনামসজিদ, শ্যাওলা, তামাবিল, বিবিরবাজার ও টেকনাফ।
রবিবার (১৭ জানুয়ারি) প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি বলেন, ফল আমদানিতে রাসায়নিকের মাত্রা পরীক্ষার জন্য বিভিন্ন বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট বসাতে হাইকোর্টের রায় বাস্তবায়নের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া এ প্রতিবেদন দাখিল করেছে।