অবশেষে ‘মুক্তি’ পেলেন মঈন আলি
দলের বাকিদের সঙ্গে একই বিমানে করে ইংল্যান্ড থেকে গিয়েছেন শ্রীলঙ্কায়। কিন্তু এরপর দলের বাকি খেলোয়াড়রা যখন একসঙ্গে কাটাচ্ছে সময়, খেলছে টেস্ট ম্যাচ; তখন একা একা আইসোলেশনে বন্দী থাকতে হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত অফস্পিনিং অলরাউন্ডার মঈন আলিকে।
অবশেষে ১৩ দিন পর আইসোলেশন থেকে মুক্তি পেলেন তিনি। শনিবার যোগ দিয়েছেন ইংল্যান্ড দলের সঙ্গে। দুইবার করোনা নেগেটিভ পাওয়ার পর গল টেস্টের তৃতীয় দিনের (শনিবার) খেলা চলাকালীন বিকালের সেশনে সোজা ড্রেসিংরুমেই চলে যান মঈন।