কো-উইন অ্যাপে সমস্যা, ১৮ তারিখ পর্যন্ত টিকাকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত মহারাষ্ট্রে

আনন্দবাজার (ভারত) মহারাষ্ট্র প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ০৯:২৭

সফ্‌টওয়্যার সংক্রান্ত ত্রুটির জেরে নাম নথিভুক্তকরণে সমস্যা। তার জেরে মহারাষ্ট্রে আপাতত বন্ধ রাখা হল করোনার টিকাকরণ। দু’দিনের জন্য টিকাকরণ বন্ধ রেখেছে তারা। অর্থাৎ ১৮ জানুয়ারি পর্যন্ত সেখানে কাউকে প্রতিষেধক দেওয়া হবে না। তার মধ্যে সমস্যা মিটে গেলে টিকাকরণের পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে উদ্ধব সরকার।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিষেধক নিতে আসা মানুষের নাম, পরিচয়, বয়স ইত্যাদি নথিভুক্ত করার হচ্ছিল কো-উইন অ্যাপে। কিন্তু শনিবার টিকাকরণের শুরুতেই ওই অ্যাপটিতে গোলযোগ দেখা দেয়। ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া আটকে যায়। তাই আগে থেকে যাঁরা নাম নথিুক্ত করে রেখেছিলেন, সেই তালিকার সঙ্গেই হিসেব মেলাতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও