সিডনির পর ব্রিসবেন টেস্টেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার ভারত
অস্ট্রেলিয়ার সমর্থকদের আচরণের কোনও পরিবর্তন নেই। সিডনি টেস্টের পরে ব্রিসবেনেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হল ভারতীয় ক্রিকেটারদের। আক্রমণের লক্ষ্য সেই মোহম্মদ সিরাজ। সেই সঙ্গে যোগ হয়েছেন ওয়াশিংটন সুন্দর।
সিডনি টেস্টের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর মধ্যেই অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত হয়েছে যে কীভাবে সিরাজকে বাউন্ডারি লাইনের ধারে বাজে মন্তব্য ছুড়ে দেওয়া হয়েছে। ইংলিশ ভাষায় তাদের উদ্দেশে ‘গ্রাব’ বলা হয়েছে, যা সাধারণত কীটপতঙ্গকে উল্লেখ করতে বলা হয়।