কৃষক-সন্তানের স্বপ্ন সত্যি, বাবার কাছে কষ্ট সার্থক হওয়ার দিন
পঞ্চগড়ের প্রত্যন্ত এক গ্রাম মউমারি। ২০ মিনিট দূরের বাজারটা গ্রামের নামেই। এই বাজারের এক দোকানে বসে পেসার হওয়ার স্বপ্নটা হৃদয়ে এঁকেছিলেন শরিফুল ইসলাম। পেসার তিনি হয়েছেন অনেকে আগেই। তবে একদিন বাংলাদেশ জাতীয় দলে খেলবেন, সেই বাসনা থেকেই গিয়েছিল তার মনে। শনিবার এসেছে সেই মাহেন্দ্রক্ষণ,
এদিনই জাতীয় দলের দরজা খুলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুলের।ছেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন, এই খুশি শুধু তার বাবা দুলাল মিয়ার না, প্রাপ্তির আনন্দে উৎসবের বাতাস বইছে গোটা মউমারিতে। বাজারের সবাইকে তো মিষ্টিমুখ করিয়েছেনই দুলাল মিয়া, পাড়া-প্রতিবেশিদের জন্যও ব্যাগভর্তি মিষ্টি নিয়ে গেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.