![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F16%2F5039d99fb9a0dc0c0f1d4141f640e63f-6002f657d300f.jpg%3Fjadewits_media_id%3D708774)
রবিবার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা দেবে গ্লোব
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ২০:২১
নিজেদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা গ্লোব বায়োটেক। ওই প্রোটোকলে ক্লিনিক্যাল ট্রায়ালের এথিক্যাল এপ্রুভালের জন্যও আবেদন করা হবে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন গ্লোবের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ।শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আসিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন,
আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি) সকালে আমরা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আবেদন করবো। বাংলাদেশে কোনও ভ্যাকসিনের ফেইজ-১ এর ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক।গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়।