মায়েরাও নাকি ভুল করে, কাজলের ‘ত্রিভঙ্গ’ তাই বলতে চায়
‘মেয়েরা মায়ের জাত। আর মা হলেন ঈশ্বরের রক্ত-মাংসের রূপ।’ তাই না? একদমই না। তাঁরাও মানুষ। দোষে গুণে ভরা মানুষ। তাঁদেরও জীবন আছে, ইচ্ছে আছে, ভাল থাকা আছে। সব সময় সন্তান-পরিবারের ভাল থাকাই, তাঁদের ভালো থাকার মাপকাঠি নাও হতে পারে।
খুব বেসুরো লাগছে কথাগুলো? লাগাটা স্বাভাবিক। যুগ যুগ ধরে পিতৃতন্ত্রের নির্ধারণ করে দেওয়া স্বাভাবিকত্বে, নারীস্বাধীনতা সব সময়ই ব্রাত্য। কারণ মায়েরা ভুল করতে পারেন না। তাই সমাজের চিরাচরিত স্রোতের বিপরীতে চলা মেয়েরা সমালোচনার পাত্রী। আসলে এটাই তো নিয়ম। সময়টা যাই হোক, নারীকে নিজের ভাল থাকার জন্য নিরন্তর লড়াই করে যেতেই হয়।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড অভিনেত্রী
- মায়ের ভালোবাসা
- কাজল