![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fef571a7c-b076-4e7c-b61c-c4baaf24105a%252Feditorial_online_nari_jnn.jpg%3Frect%3D0%252C0%252C4800%252C2520%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শারীরিক অযোগ্যতা নয়, এটা নারীর শক্তি
হতে পারত এটি বাংলাদেশের নারীর অর্জনের আরেকটি নতুন পথ। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। ঘটনাটির সূত্রপাত ২০১৪ সালে এবং সেটি হয়েছে বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ী। ফুলবাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে তিনজন নারীর নাম প্রস্তাব করে উপদেষ্টা কমিটি এবং সেখানে প্যানেলের এক নম্বরে ছিলেন আয়েশা সিদ্দিকা। সেই কমিটির প্রতি বিশেষ সম্মান জানাচ্ছি এই কারণে যে তারা অন্তত প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করেনি। সেখানে তিন সদস্যের ওই প্যানেল চূড়ান্ত অনুমোদন পেতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।