বিএনপির তিন প্রার্থীর ভোট বর্জন, আছে সংঘর্ষের ঘটনাও
দ্বিতীয় ধাপে আজ শনিবার দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বেশির ভাগ পৌরসভায় দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে নানা অনিয়মের অভিযোগ তুলে তিনটি পৌসভায় বিএনপির প্রার্থী ভোট বর্জন করেছেন। এ ছাড়া কয়েকটি কেন্দ্রে গোলযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভোট হচ্ছে এমন কয়েকটি এলাকায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারি, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। ৬০ পৌরসভায় মেয়র হতে লড়ছেন মোট ২২১ জন প্রার্থী।
বেলা ১১টার পরে মেয়র পদে নির্বাচন করা বিএনপির তিনজন প্রার্থী ভোট বর্জন করেছেন। তাঁরা হলেন রাজশাহীর ভবানীগঞ্জের বিএনপি প্রার্থী আবদুল রাজ্জাক, বাগেরহাটের মোংলা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.