![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2017%252F12%252F13%252Fcd20b26a65cef0000b5856376a2dc898-5a30f9d114724.JPG%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বিএসইসির সব প্রতিষ্ঠান ধুঁকছে, লোকসান বাড়ছে
একসময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে ৬৩টি প্রতিষ্ঠান ছিল। কমতে কমতে এখন তা ৯টিতে এসে ঠেকেছে। সব কটিই এখন ধুঁকছে। বাংলাদেশ ইস্পাত কারখানা করপোরেশন এবং বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ করপোরেশন দুটিকে একীভূত করে ১৯৭৬ সালে গঠন করা হয় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন। করপোরেশনটির সার্বিক অবস্থা নিয়ে আজকের এ বিশেষ আয়োজন।