বস যখন আইডিয়া ছিনতাই করলেন

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ১০:০০

ঘটনা সামান্য, কিন্তু তার ফল হলো অসামান্য।

আগে ঘটনাটা বলি।

মিজান মাহমুদ সকালে অফিসে গেলেন। কফি খেলেন। তিনি পরপর দুই কাপ কফি খান কিন্তু আজ খেতে পারলেন না। মিটিংয়ে ডাক পড়ল। একটা মাল্টি ন্যাশনালের বিজ্ঞাপন বানাচ্ছেন তাঁরা। মিজান মাহমুদ দুর্ধর্ষ এক আইডিয়া দিয়েছেন। মিজান আশা করছেন, এই আইডিয়া মাল্টি ন্যাশনাল গিলে খাবে। ফলে কফি ফেলে মিটিংয়ে যাওয়া যায়।

কিন্তু মিটিংয়ে গিয়ে মিজান দেখলেন তাঁর আইডিয়া ছিনতাই হয়ে গেছে। আর ছিনতাইয়ের কাজটি করেছেন তাঁরই বস। তাঁরই আইডিয়া সগর্বে পেশ করছেন বস। মাল্টি ন্যাশনাল জড়িয়ে ধরছে বসকে। বলছে, ‘এ কী শোনাইলেন, ভাই! এ কী শোনাইলেন!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে