আজ তো টিকা! উত্তেজনা চরমে প্রাপকদের
কেউ বলছেন, পরম সৌভাগ্য। কেউ আবার দারুণ উত্তেজিত ও গর্বিত এই ভেবে যে প্রথম তিন লক্ষের একজন তিনিও! কেউ বলছেন, লটারিতে যেন শিকে ছিঁড়ল! কারও মনে আবার যুদ্ধজয়ের আগাম অনুভূতি!
যে চিকিৎসাকর্মীরা আজ, শনিবার টিকাকরণ কর্মসূচির প্রথম দিনেই পেয়ে যাচ্ছেন বহু প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন কোভিশিল্ড, মোটের উপর তাঁরা সবাই বেশ উত্তেজিত। এমন ঐতিহাসিক দিনের শরিক ও সাক্ষী হতে পেরে খুশিও। নাতি-পুতিকে গল্প শোনানোর মতো রসদ তাঁরা শুক্রবারই পেয়ে গিয়েছেন। কো-উইন পোর্টাল থেকে আসা এসএমএস অথবা প্রশাসনের ফোন বলে দিয়েছে- 'ইউ আর ইন।'
রাজ্যে এমন টিকা প্রাপকের সংখ্যাটা শনিবার প্রায় ২১ হাজার, কলকাতায় ১৯০০। তাঁদেরই অন্যতম এসএসকেএমের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজা রায় ও তাঁরই ল্যাবে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট শুভময় ভট্টাচার্য কিংবা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের প্রধান চিকিৎসক ইন্দ্রজিৎ সাহা।