টানাপোড়েন এল যেখান থেকে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:৩০
তাঁতে কাপড় বোনার সময় লম্বালম্বিভাবে যেসব সুতা সাজানো থাকে, সেগুলোকে টানা বলে। আর প্রস্থের বা আড়ের সুতাগুলোকে বলে পোড়েন। টানা দেওয়া সুতাগুলো খুব টান টান অবস্থায় থাকে। পোড়েনের সুতাগুলো টানার সুতাগুলোর ওপর-নিচ দিয়ে পাটি বোনার মতো করে বিশেষ কৌশলে আনা হয়।
মানুষের জীবনে সম্পর্কে সমস্যা আসে, আর্থিক সংকট আসে। তখন টানার সুতার মতো টান টান অবস্থায় পড়তে হয়। আর পোড়েনের সুতার মতো কঠিন কৌশলে তার ভেতর দিয়েই জীবনকে চালাতে হয়। সুতরাং টানাপোড়েন হলো সংকটের কঠিন অবস্থা।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- আর্থিক সংকট
- টানাপোড়েন